রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে মোখলেছা বেগম নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ওয়ারেছ মিয়ার বিরুদ্ধে। সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আলিনাপাড়া গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান , মঙ্গলবার রাতে নকলা-শেরপুর মহাসড়কের আলিনাপাড়া এলাকায় সিরাজের বাড়ীর পাশে তার স্ত্রী সড়ক দূর্ঘনায় মারা গেছে বলে বাড়ির লোকজনদের জানান এবং মরদেহ বাড়ী নিয়ে আসেন স্বামী ওয়ারেজ মিয়া। কিন্তু মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দেয়।
পুলিশ আসছে শুনে স্বামী ওয়ারেজ মিয়া পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আজ বুধবার শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।