বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি নিয়ে ড. জহুরুল ইসলামের বই প্রকাশ

S M Ashraful Azom
0
বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি নিয়ে ড. জহুরুল ইসলামের বই প্রকাশ
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জামালপুর জেলার উত্তরাঞ্চল সানন্দবাড়ীর একজন উদীয়মান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু  গবেষক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী  উপলক্ষে 'বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ' গ্রন্থটি রচনা করেছেন।

বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বইমেলার প্যাভিলিয়ন #১-এ বইটি পাওয়া যাবে।

বর্তমানে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনা করছেন।

তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ীর মরহুম আব্দুর রাজ্জাক সরকার এর  জ্যৈষ্ঠ পুত্র। 

দীর্ঘদিনের গবেষণার ফসল এই বইটি। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির ইতিহাস জানানোর উদ্দেশ্যেই তিনি এ গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে দক্ষিণ এশিয়ার, সমাজতান্ত্রিক বিশ্বের সাথে বঙ্গবন্ধুর কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিষদ আলোচনা রয়েছে। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি  লাভে বঙ্গবন্ধুর কূটনীতিক প্রচেষ্টার বিষয়গুলো এ গ্রন্থের মূল আলোচিত বিষয়। ইতোমধ্যে 'স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর বগুড়া' 'প্রতিরাোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস ' ইতিহাসবিদদের প্রশংসা কুড়িয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top