শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ইউরোপিয়ন ইউনিয়ন এর অর্থায়নে ইকো কো-অপারেশন ও আরডিআরএস বাংলাদেশ এর সঙ্গো প্রকল্প কর্তৃক আয়োজিত দিন ব্যাপি পুষ্টি কর্ম পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদে এ পুষ্টি কর্ম পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী। এছাড়াও এই পুষ্টি কর্ম পরিকল্পনা তৈরিতে অংশ গ্রহন করেন ইউনিয়ন উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ এবং ইউনিয়নে কর্মরত শিক্ষক, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা প্রতিনিধি, কৃষি বিভাগের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত কর্ম পরিকল্পনার মুল বিষয় বস্তু ছিল মা ও শিশুর পুষ্টির উন্নয়নে সকল স্তরের জনগনের সম্পৃক্ততা এবং ওয়ার্ড পর্যায় থেকে চিহ্নিত সমস্যাগুলো অগ্রাধীকার ভিত্তিতে সিরিয়াল করা ও নিজ নিজ অবস্থান থেকে স্বপ্ন দেখা এবং ছবি অংকনের মাধ্যমে উপস্থাপন করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সঙ্গো প্রকল্পের প্রতিনিধি আফরোজা নাজনীন টেকিনিক্যাল অফিসার, উপজেলা সমন্বয়কারি মাহবুর রহমান ও ইউনিয়ন ফ্যাসিলিটেটর শাহিনুর ইসলাম প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।