রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শিশু বা শিশুর বয়স সম্পর্কিত আন্তর্জাতিক ও জাতীয় আইন বাস্তবায়নের লক্ষে শেরপুরের শ্রীবরদী উজেলা পরিষদের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে শিশু বিষয়ক উপাত্ত ভিত্তিক পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ এর লোকাল গভার্নেন্স ফর চিলড্রেন (এলজিসি) প্রোগ্রামের সহযোগিতায় ও শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ এর লোকাল গভার্নেন্স চিলড্রেন (এলজিসি) প্রোগ্রামের ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর ফজলুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা মাধ্যমিক অফিসার আলহাজ্ব মো. রহুল আলম তালুকদার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকীবুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।