বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার দ্বিগাম্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ
সোমবার (২৪শে ফেব্রুয়ারি) রাতে উপজেলার দ্বিগাম্বর এলাকায় টাকা দিয়ে গাফলা ও কেরাম খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
জানা যায়, সারাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার বিভিন্ন স্থানে জুয়াড়িরা প্রতিদিন জুয়ার আসর বসায়,এমন খবর থানা পুলিশের কাছে আসলে,পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও বাহুবল মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দ্বিগাম্বর এলাকায় বিশেষ অভিযান চালায়।এতে জুয়া খেলা অবস্থায় সাত জুয়ারি কে আটক করতে সক্ষম হয়।
মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারী দুপুরে আটককৃত জুয়াড়িদেরকে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এর আদালতে হাজির করা হলে ৫ জুয়াড়িকে জুয়া খেলার অপরাধে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
আটককৃত জুয়াড়িরা হলেন লামাপুটিজুরী গ্রামের জমির আলীর ছেলে আরফান আলী(৩৮)আব্দানারায়ন গ্রামের সামছু উদ্দিনের ছেলে মোঃ রাফিদ মিয়া(১৮) ইজাজ আহমেদ(৩০) পিতা ঐ উপজেলার শেওড়াতলী গ্রামের লেবু মিয়ার ছেলে সোজা মিয়া(২২) ও হাজীমাদাম গ্রামের শহিদ মিয়ার ছেলে তুহিন মিয়া(২৬)কে দুই হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট। এসময় দু’জনের অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে সর্তক করে ছাড় দেয়া হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।