
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। শেখ হাসিনার সরকার রূপকল্প ও টেকসই উন্নয়নের জন্য শত বছরের পরিকল্পনা গ্রহণ করছে। অচিরেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
শুক্রবার কুমিল্লার পুরাতন বিমানবন্দর এলাকায় দশ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিংয়ের স্পেশাল মোটিভেশনাল ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা ময়নামতি রেজিমেন্টের এর আয়োজন করে। খবর- বাসস
তাজুল ইসলাম বলেন, দেশ, জাতি ও মানুষকে সমৃদ্ধ জায়গায় নিয়ে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি প্রশিক্ষণের মাধ্যমে মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বিএনসিসি ক্যাডেটদের আহ্বান জানান।
রেজিমেন্ট ক্যাম্পিংয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১০টি জেলার ৫টি বিশ্ববিদ্যালয়সহ ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ বিএনসিসি প্লাটুন হতে ৫৫০ ক্যাডেট ও কর্মকর্তা অংশ নেন।
ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণসহ মুক্তিযুদ্ধ, পরিবেশ সংরক্ষণ, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপণ, ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং এবং আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক এমপি জোবেদা খাতুন পারুল, ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফট্যান্টে কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।