
সেবা ডেস্ক: বিশ্বের কিছু কিছু দেশে গাঁজা বৈধ হলেও, বেশিরভাগ দেশে গাঁজা নিষিদ্ধ। তেমনি কেনিয়ায়ও গাঁজা সেবন নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তরুণরা এ মাদকের প্রতি আসক্ত।
সম্প্রতি গাঁজার ময়দা দিয়ে রুটি বানিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কেনিয়ার এক যুবক। এর আগেও গাঁজার কুকিজ উদ্ধারের ঘটনা ঘটেছে। এ অভিনব রুটি অনেককেই অবাক করেছে।
অপরদিকে গাঁজা বৈধ করার পক্ষেও জনমত রয়েছে কেনিয়ায়। দেশটির সংসদে গাঁজা বৈধ করার পক্ষে বিল উত্থাপন করেছেন দেশটির একজন এমপি। সেখানে তিনি গাঁজার ওষুধি গুণের বিভিন্ন দিক তুলে ধরেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।