
সেবা ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় গণহত্যা থামিয়ে রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার অন্তবর্তী আদেশকে স্বাগত জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
মিয়ানমারে গণহত্যা সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতীয় মানবাধিকার কমিশন প্রচেষ্টা চালায়। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনকে গণহত্যা বলে আখ্যায়িত করে।
নাছিমা বেগম বলেন, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুর, পাশবিক নির্যাতনের শিকার হয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
এই গণহত্যা বন্ধে আইসিজে’র নির্দেশকে মাইলফলক উল্লেখ করে কমিশন চেয়ারম্যান বলেন, এই নির্দেশ রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আইসিজের নির্দেশ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন এবং রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরে যাওয়ার বিকল্প নেই বলে মনে করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।