
সেবা ডেস্ক: নির্বাচিত হলে নগরীর বে-দখল হওয়া খেলার মাঠগুলো পুনরুদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. আতিকুল ইসলাম।
শুক্রবার রাজধানীর ইয়ুথ ক্লাব মাঠে উইক অ্যান্ড সাব কমিটি আয়োজিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, নির্বাচিত হলে খেলাধুলার প্রতি জোর দেয়া হবে। যুবসমাজ যে হতাশার মধ্যে চলে গিয়ে মাদকাসক্ত হচ্ছে, তাদেরকে ফেরাতে খেলার মাঠ পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই।
এরপর মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।