![UNO beside dusk warrior freedom fighters ধুনটে শীতার্ত মুক্তিযোদ্ধাদের পাশে ইউএনও](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT7v8WHg5qp1t_DiCPk0aZuP0bVRZ-J6r6R2JhEdQPBVBmU8-JCv85SYuL3-ktLhOFBfl994rnF9o_A5u8J9gfdhxvCp8BCvDuLsVvRuJZBh38rTBdm3lqKiyRmctjyaEOnXOWVRtcHwQ/s1600-rw/%25E0%25A6%25A7%25E0%25A7%2581%25E0%25A6%25A8%25E0%25A6%259F%25E0%25A7%2587+%25E0%25A6%25B6%25E0%25A7%2580%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A4+%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25AF%25E0%25A7%258B%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25A7%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25B6%25E0%25A7%2587+%25E0%25A6%2587%25E0%25A6%2589%25E0%25A6%258F%25E0%25A6%25A8%25E0%25A6%2593.jpg)
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত ১৭৯জন মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, মুক্তিযোদ্ধা গোলাম ওহাব, আজাহার আলী ভূইয়া, রুহুল আমিন, সাবেত আলী, কলামিষ্ট রেজাউল হক মিন্টু, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ ও বাবুল ইসলাম প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।