রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ট্রাক চালক শাহাদৎ হোসেনের (৪৫) ফেন্সিডিল বিক্রির ছবি ফেসবুক ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। একাধিক ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে শাহাদৎ হোসেন গা ঢাকা দিয়েছে।
শাহাদৎ হোসেন ধুনট পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দক্ষিণ অফিসার পাড়া (আদর্শপাড়া) গ্রামের ফজর আলীর ছেলে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ‘সবুজ ঘাস’ নামে একটি ফেসবুক আইডি থেকে শাহাদতের ফেন্সিডিল কারবারের একাধিক ছবি পোস্ট করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ট্রাক চালক শাহাদৎ হোসেন দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত। সে নিজের মালিকানাধীন ট্রাক ব্যবহার করে হিলি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে সেগুলো ধুনট ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে।
শাহাদৎ হোসেনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানা এবং ধুনট থানায় দায়েরকৃত একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও ২০১৯ সালের ১৪ মে তার বিরুদ্ধে ধুনট থানায় আরো একটি মাদক মামলা দায়ের হয়। ওই মামলায় দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে শাহাদৎ আবারো ফেন্সিডিল বিক্রি শুরু করে।
এদিকে বুধবার দিবাগত রাত ১২টার আগে ‘সবুজ ঘাস’ নামের ফেসবুক আইডি থেকে শাহাদৎ হোসেনের ফেন্সিডিল বিক্রির ছবি পোস্ট করা হয়। ছবিতে দু’বোতল ফেন্সিডিল ক্রেতার হাতে তুলে দিচ্ছে শাহাদৎ। অন্যহাতে সে ক্রেতার হাত থেকে এক হাজার টাকার একাধিক নোট নিচ্ছে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, শাহাদৎ হোসেন তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা দায়ের হয়েছে। ফেসবুকে ফেন্সিডিল কারবারের ছবি প্রকাশের পর শাহাদতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।