![The Dhundet Hamd-nate competition was held ধুনটে হামদ্-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDEPLaacD_rSgBpacVZRllJWeePlGGwz7XkAVMB9dmxYmNEm_l2gl2eHdp4yCtP2hR2J-rUwUqsmrypTPBoUiKsWY7473n-rC7TA_MyVenslrksKm-l7VufSA3SXA5nrRV6qKhHmROJPQ/s1600-rw/%25E0%25A6%25A7%25E0%25A7%2581%25E0%25A6%25A8%25E0%25A6%259F%25E0%25A7%2587+%25E0%25A6%25B9%25E0%25A6%25BE%25E0%25A6%25AE%25E0%25A6%25A6%25E0%25A7%258D-%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25A4+%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25AF%25E0%25A7%258B%25E0%25A6%2597%25E0%25A6%25BF%25E0%25A6%25A4%25E0%25A6%25BE+%25E0%25A6%2585%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25B7%25E0%25A7%258D%25E0%25A6%25A0%25E0%25A6%25BF%25E0%25A6%25A4.jpg)
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিজয় দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহনে হামদ্/না’ত, ক্বিরাত এবং রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট থানা পুলিশের বাস্তবায়নে উপজেলার জাহিদুল ইসলাম জুয়েল মেমোরিয়াল দাখিল মাদরাসা প্রাঙ্গনে উক্ত প্রতিযোগীতা শুরু হয়। বিকেল ৪টার দিকে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান, ধুনট জাহিদুল ইসলাম জুয়েল মেমোরিয়া দাখিল মাদরাসার শিক্ষক জাহাঙ্গীর আলম, চিথুলিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, ধুনট উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আব্দুল আলিম, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার কর্মন ও নুরুজ্জামান সরদার প্রমুখ।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ক্বিরাত ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন চিথুলিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী সুমাইয়া সুলতানা, হামদ্/না’ত ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন রাঙ্গামাটি দারুল উলুম কওমী মাদরাসার শিক্ষার্থী আবু তালেব।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।