রৌমারীতে সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত!

S M Ashraful Azom
0
রৌমারীতে সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত!
রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকাল ১০টায় সারা বাংলাদেশে ন্যায় উপজেলার রৌমারী সদর ইউনিয়নের মর্নিংসান কিন্ডার গার্টেন, শৌলমারী ইউনিয়নের শৌলমারী এমআর মতিয়ার রহমান স্কুল এন্ড কলেজ ও যাদুরচর ইউনিয়নের আল আমিন বিজ্ঞান একাডেমিসহ ৩টি কেন্দ্রে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষায় নার্সারী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৪’শ ৭২ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। এই ৩টি কেন্দ্র পরীক্ষার দায়িত্ব পালন করেন সিসটেক ফাউন্ডেশনের মার্কেটিং একরামুল হক, ওয়াছকুরুনি ও আব্দুল্লাহ আল মিঠুন। কেন্দ্রগুলি পরিদর্শন করেন সিসটেক ফাউন্ডেশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও রৌমারী মর্নিংসান কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সোহরাব হোসেনসহ সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত. বাংলাদেশের সকল কিন্ডার গার্টেন, প্রি-ক্যাডেট, প্রিপারেটরিসহ সকল উন্নতমানের বিদ্যালয় সমূহের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে  বিভিন্ন ভাবে উৎসাহ প্রদান করা, শিক্ষকদের মানোন্নয়ন মূলক প্রশিক্ষণ, শিক্ষকদের বিভিন্ন ভাবে সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কার্য্যক্রম পরিচালনা করার লক্ষ্য নিয়ে গঠিত হয় সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটি গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা, নার্সারী পঞ্চম শ্রেণীর শিশুদের মেধার ভিত্তিতে বৃত্তি প্রদান করাসহ নানা মুখি কার্যক্রম পরিচালন করে আসছে।

সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা জনাব মো:মোস্তাফিজুর রহমান বলেন, সিসটেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মাহবুবুর রহমান স্যারের সফল প্রচেষ্টা ও রৌমারী উপজেলার এই ৩টি কেন্দ্রের শিক্ষকদের সহযোগিতায় ২০০৮ সাল থেকে  এ কার্যক্রম চালিয়ে আসছে। আমরা আশা করছি আগামীতে সিসটেক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের নানা মুখি সহযোগিতা করা হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top