![Sherpur Razakar-Al-Badar list of freedom fighters exchanges শেরপুরে রাজাকার-আলবদরদের তালিকা নিয়ে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigX4n1D8qdMVQtS_GT5CL9IHaswcpxDcg-WgcPfFoz2XoicixHsgzuP7jD_ATLCMrmAbt1PIcGEIndMmsQZYMfPEhU8kHNrK1LziHNS0t4qX9cuxp3OyDxkJCTh0SjJ4hllR_aph4cHtE/s1600-rw/%25E0%25A6%25B6%25E0%25A7%2587%25E0%25A6%25B0%25E0%25A6%25AA%25E0%25A7%2581%25E0%25A6%25B0%25E0%25A7%2587+%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0-%25E0%25A6%2586%25E0%25A6%25B2%25E0%25A6%25AC%25E0%25A6%25A6%25E0%25A6%25B0%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A6%25BE+%25E0%25A6%25A8%25E0%25A6%25BF%25E0%25A7%259F%25E0%25A7%2587+%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25AF%25E0%25A7%258B%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25A7%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25AE%25E0%25A6%25A4%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A6%25BF%25E0%25A6%25AE%25E0%25A7%259F.jpg)
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়কালীন পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামছদের নির্ভূল তালিকা প্রস্তুত করার লক্ষ্যে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এ সময় তিনি আগামি ৭ দিনের মধ্যে ইউনিয়ন পর্যায় থেকে তালিকা প্রস্তুত করে তার দপ্তরে দাখিলের জন্য ৫ উপজেলার সাবেক কমান্ডারদের অনুরোধ জানান। পরবর্তীতে তাদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠানের মাধ্যমে তালিকা চূড়ান্ত সাপেক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান তিনি।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, জেলা সেক্টরস কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল প্রমুখ। সভায় জেলার অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।