![Shamsul President of Ghatail Municipal Human Rights Commission; Latif editor ঘাটাইল পৌর মানবাধিকার কমিশনের শামছুল সভাপতি; লতিফ সম্পাদক](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuVaVmTcF7jebLPGy5XfZspqRnyMtn5gSwUyizxw52Y4z56Rk6iBtxKZLnad5S9-u8c5koDkuDctLXqqlHT1YkyoqaSKES7AuxLw3TbxzZje_cMl1oHWczHvVQJOS0GOwz_7RehCjgCf4/s1600-rw/%25E0%25A6%2598%25E0%25A6%25BE%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%2587%25E0%25A6%25B2+%25E0%25A6%25AA%25E0%25A7%258C%25E0%25A6%25B0+%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A7%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%2595%25E0%25A6%25AE%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25B6%25E0%25A6%25BE%25E0%25A6%25AE%25E0%25A6%259B%25E0%25A7%2581%25E0%25A6%25B2+%25E0%25A6%25B8%25E0%25A6%25AD%25E0%25A6%25BE%25E0%25A6%25AA%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%253B+%25E0%25A6%25B2%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25AB+%25E0%25A6%25B8%25E0%25A6%25AE%25E0%25A7%258D%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A6%2595+.jpg)
ঘাটাইল প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার ২২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত করা হয়েছে। এ কমিটিতে শামছুল হুদা চৌধুরীকে সভাপতি ও আব্দুল লতিফকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা শাখার কার্যালয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা কমিটির নেতৃবৃন্দ ওই প‚র্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এ কমিটির মেয়াদ আগামী ৩০ জুন ২০২০ ইং পর্যন্ত বলবৎ থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলার শাখার সভাপতি নাসরিন জাহান খান (বিউটি), সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপনসহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ।
কমিটির অন্যসদস্যরা হলেন- সহ-সভাপতি আনছার আলী, বেলায়েত হাসেন, রোস্তম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম সাহেদ আহম্মেদ, আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আয়নাল, প্রচার ও প্রকাশ সম্পাদক হারুনুর রশিদ খান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ হোসেন আলী (হলুদ), মহিলা বিষয়ক সম্পাদক মিসেস রওশন আরা রুবী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান ইমরান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাজু, দপ্তর সম্পাদক শাহজাহান খান, সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান, সহ- সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিন, নির্বাহী সদস্য মনিরুজ্জামান, শাহনেওয়াজ তালুকদার, এসএম আবু তাহের, মনির হোসেন, মশিউর রহমান ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।