![Production of urea started at Jamuna Fertilizer Factory যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন চালু](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuT3Nqi3ApnQ2kzI6yW3mrY7lbiTC9LQw30K2W5haeQ45KCW_ZKp07fFOrVWqMNEOlKdRWnOotM-KUraUr0fv2CnzDYtYlOQm-TwyqWb-GACv-Jp06dyHvIPKu5c1sbRAz1nLAhojGjzA/s1600-rw/%25E0%25A6%25AF%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%25A8%25E0%25A6%25BE+%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%2596%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A7%259F+%25E0%25A6%2587%25E0%25A6%2589%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A7%259F%25E0%25A6%25BE+%25E0%25A6%2589%25E0%25A7%258E%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A6%25A8+%25E0%25A6%259A%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%2581.jpg)
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) উৎপাদন চালু হয়েছে। টানা এক বছর ১৩দিন বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়।
গত বছর ২৭ নভেম্বর ভোর ৫.৪০টার দিকে কারখানার অ্যামোনিয়া শাখার স্টার্টার হিটার যন্ত্র বিস্ফোরিত হয়। এ অগ্নিকান্ডে মুহূর্তেই অ্যামোনিয়া গ্যাস প্রক্রিয়াজাত করণের প্রধান যন্ত্র পি-হিটার, সমস্ত ক্যাবল ও আশেপাশের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে কারখানার ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়।
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাভেদ আনোয়ার জানান, যমুনা সার কারখানার বিস্ফোরিত যন্ত্রাংশ মেরামত করতে জাপানের উচ্চতর প্রকৌশলীরা কাজ করেন। তারপর নিজস্ব জনবল দিয়ে টানা চারমাস উৎপাদন চালুর কাজ চলে। ২২ নভেম্বর প্রাইমারি রিফর্মারে আগুন প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎপাদন চালুর প্রক্রিয়া শুরু হয়। তারপর ৭ ডিসেম্বর অ্যামোনিয়া উৎপাদন চালু ও (১১ ডিসেম্বর) বুধবার সকালে ইউরিয়া উৎপাদন শুরু হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।