
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বজ্রপাত থেকে রক্ষার্থে দুই শতাধিক তালগাছের চারা রোপন করেছেন-ফুলকোচা ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম বাবু। এতে ব্যায় হচ্ছে-১লাখ ২ হাজার ২শ’ ৫৭ টাকা।
প্রকল্প সভাপতি বাদশা দোজাহান মতি মেম্বার জানান-এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দক্ষিণ রেখিরপাড়া-মইশকৈল সড়কের মোড় থেকে বাগবাড়ি পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। একই সাথে এই রাস্তায় তালগাছ রোপন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। এতে একদিকে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা হবে। অপরদিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে। এই তালগাছগুলো বড় হলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্দি পাবে।
রেখিরপাড়া কলেজ-বিশ^বিদ্যালয় ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জানান-চেয়ারম্যানের এই প্রকল্পটি বাস্তবায়নে এলাকাবাসি সর্বাত্বক সহায়তা করে আসছি। নতুন ১ কি: মি: রাস্তা নির্মানের ফলে আমাদের প্রায় ১০ কি: মি: রাস্তা ঘুরে চলাচল করতে হবে না।
ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম বাবু বলেন-গাছ লাগান পরিবেশ বাঁচান প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়ন করতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি। অপরদিকে ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান জানান-ঘোষেরপাড়া রাস্তা দুই পাশে দু’শতাধিক তালগাছের চারা রোপন করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।