![Palashbari National Rickshaw van is celebrated on the anniversary of the establishment of the League পলাশবাড়ীতে জাতীয় রিক্সাভ্যান শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj99H6hvxHoxjscC1OMaTar4XyqVrkW-McM5xLjdrVCyB7i3MT_hpF0wjvIJqzIbwDgfumeDeywMv2iIvjfwdbe2WWr5-HU7eDfL4wdywTukIbI5O8X12L0dxt_KEJhm5O4iXJTEIGYnd8/s1600-rw/%25E0%25A6%25AA%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25B6%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A7%259C%25E0%25A7%2580%25E0%25A6%25A4%25E0%25A7%2587+%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25A4%25E0%25A7%2580%25E0%25A7%259F+%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25AD%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25A8+%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25AE%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A6%25B2%25E0%25A7%2580%25E0%25A6%2597%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25B7%25E0%25A7%258D%25E0%25A6%25A0%25E0%25A6%25BE+%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%2580+%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25A4.jpg)
গাইবান্ধা জেলা প্রতিনিধি: জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রেজি নং বি - ২০০২ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নানা কর্মস‚চী মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনুর সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবু শুদাংশু কুমার রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সহ সভাপতি মাসুদ পোদ্দার,সেচ্ছাসেবকলীগ নেতা মিনু শেখ, তাতীরীগ নেতা শেখ তোতা,জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ নেতা বিপ¬ব,আশরাফ,বকুল প্রধান, মতিয়ার রহমান সহ জাতীয় রিক্সা ভান শ্রমিকলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা উপজেলায় আওয়ামীলীগের পোষ্ঠার বাহিনী হিসাবে পরিচিতজনরা। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেকে কাটেন অতিথি ও সংগঠনের উপস্থিত নেতাকর্মীরা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।