রোহিঙ্গা গণহত্যায় যথেষ্ট প্রমাণ দিতে ব্যার্থ হয়েছে মিয়ানমার

S M Ashraful Azom
0
রোহিঙ্গা গণহত্যায় যথেষ্ট প্রমাণ দিতে ব্যার্থ হয়েছে মিয়ানমার
সেবা ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা গণহত্যায় নিজেদের পক্ষে মিয়ানমার যথেষ্ট প্রমাণ দিতে পারেনি বলে দাবি করেছেন গাম্বিয়ার আইনজীবী। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে অভিযুক্ত সেনাদের বিচার না করা গণহত্যাকে সমর্থনের সমান।

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)’-এ গাম্বিয়ার করা মামলার শেষ দিনের শুনানি চলছে। প্রথমেই রোহিঙ্গাদের পক্ষে যুক্তি উপস্থাপন করছে গাম্বিয়া। এরপর রাতে নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে মিয়ানমার।

বৃহস্পতিবার শেষ দিনের শুনানিতে বুধবার মিয়ানমারের পক্ষে সু চির সাফাই নিয়ে কথা বলেছেন গাম্বিয়ার আইনজীবী।

তিনি বলেছেন, ২০১৭ সালের ২৫ আগষ্ট আরসার হামলার প্রতিবাদে রাখাইনে সেনাবাহিনী অভিযান শুরুর দাবি করা হয়েছে। তবে সে হামলার দু সপ্তাহ আগে থেকেই সেখানে সেনা মোতায়েন করেছিল মিয়ানমার।

মিয়ানমার কৌশলে সেই দিকটি এড়িয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top