মো. শাহ্ জামাল, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে মাকে হত্যার অভিযোগে ঘাতক ছেলে মাসুদুর রহমান মাসুদকে (২৬) আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ডোয়াইল পূর্বপাড়ায় ঘটনা ঘটে।
নিহত সালেহা বেগম (৬২) ওই গ্রামের মৃত আলহাজ হাতেম আলীর স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহেরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক ছেলে মাকে হত্যার কথা স্বীকার করলেও হত্যার কারণ বলেনি।
হত্যাকারি মাসুদের ভাই মুফতি হাবিবুর রহমান জানান, সে তার বাবাকেও মারধর করতো। মাসুদ সবার ছোট হিসেবে বাবার মৃত্যুর পর মা সালেহার কাছেই থাকতো। সে প্রায়ই মায়ের সাথে খারাপ আচরণ করতো। ঘটনার দিন সকালে রান্নার ঘরে ছুরা দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।