![]() |
বিজ্ঞান কল্পকাহিনিকার মোস্তাফা তানিম |
তিনি সায়েন্স ফিকশান এবং শিশু-কিশোরদের জন্যে গল্প-উপন্যাস, এ দুইই সমান যত্নে লিখে থাকেন। বাংলাদেশের যে স্বল্প সংখ্যক লেখক সায়েন্স ফিকশান লিখে পাঠকের মনোযোগ কেড়েছেন, মোস্তফা তানিম তাদেরই একজন। তাঁর শিশু-কিশোরদের জন্যে লিখা গল্প, উপন্যাস গুলিও নব্বইয়ের দশকে প্রভূত জনপ্রিয়তা অর্জন করে।
লেখালেখির মতো তাঁর পেশাও ভীষণভাবে বিজ্ঞানকেন্দ্রিক। বুয়েটে লেখাপড়ার পাট চুকিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একটি মার্কিন আইটি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।