![Kurigram Ansar and State Minister for VDP Office Md কুড়িগ্রাম আনসার ও ভিডিপি অফিসে প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyYYr63JmrFKoAuMFCht6-0Afho2A03Gs2qjPbOs8304l0pDYP5bS4ATCVXzWxxhT_4cHoYwTfmXsjriP22IWtYX_JDS8518Q4nYqlwhbC-HUOoePb4545-f0mQ-CtKA6KCm_RIk9-Sqo/s1600-rw/%25E0%25A6%2595%25E0%25A7%2581%25E0%25A7%259C%25E0%25A6%25BF%25E0%25A6%2597%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25AE+%25E0%25A6%2586%25E0%25A6%25A8%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%2593+%25E0%25A6%25AD%25E0%25A6%25BF%25E0%25A6%25A1%25E0%25A6%25BF%25E0%25A6%25AA%25E0%25A6%25BF+%25E0%25A6%2585%25E0%25A6%25AB%25E0%25A6%25BF%25E0%25A6%25B8%25E0%25A7%2587+%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25AE%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580+%25E0%25A6%25AE%25E0%25A7%258B%25E0%25A6%2583+%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A6%25BF%25E0%25A6%25B0+%25E0%25A6%25B9%25E0%25A7%258B%25E0%25A6%25B8%25E0%25A7%2587%25E0%25A6%25A8.jpg)
গোলাম মোস্তফা রাঙ্গা।। ১২ ডিসেম্বর বৃস্পতিবার বিকাল সাড়ে ৪টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, মহিলা আনসার আবু হেনা সিদ্দিকা।
এসময় তিনি আনসার ও ভিডিপি’র বিভিন্ন কার্যক্রম ও প্রশিক্ষণের বিষয়ে খোজ খবর নেন। তিনি ২৮ কুড়িগ্রাম ৪ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী)-এ ২বার নির্বাচিত সংসদ সদস্য।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।