![Khaleda Zia's case is not political, corruption case: Obaidul Quader খালেদা জিয়ার মামলা রাজনৈতিক নয়, দুনীতির মামলা ওবায়দুল কাদের](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpo-HIn1IqvdOgZpyQkcp0QcMbOAJGFjOfb4n9_QTGJuUhOQuwi2zQ714YtchaqOcAuXC4JJjgz12PnuAR34R9FUOFQHOpUWezP_dtTxVv8NTeinTUZ1PUscODiG4UQXCIHavOIsml9Mo/s1600-rw/%25E0%25A6%2596%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%2587%25E0%25A6%25A6%25E0%25A6%25BE+%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A7%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25AE%25E0%25A6%25B2%25E0%25A6%25BE+%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%259C%25E0%25A6%25A8%25E0%25A7%2588%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%2595+%25E0%25A6%25A8%25E0%25A7%259F%252C+%25E0%25A6%25A6%25E0%25A7%2581%25E0%25A6%25A8%25E0%25A7%2580%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25B0+%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25AE%25E0%25A6%25B2%25E0%25A6%25BE+%25E0%25A6%2593%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A7%259F%25E0%25A6%25A6%25E0%25A7%2581%25E0%25A6%25B2+%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B0.jpg)
কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মামলা কোন রাজনৈতিক মামলা নয় এটা দুর্নীতির মামলা।
এই মামলায় রাজনীতির কোন বিষয় নেই যে, সরকার এখানে হস্তক্ষেপ করবে।
এটা সম্পুর্ণভাবে বিচার ব্যবস্থা ও আদালতের বিষয়। আদালত সম্পুর্ণ স্বাধীন। শেখ হাসিনা সরকারের আমলে আদালত পুর্ণ স্বাধীনতা ভোগ করছে। সরকারের কোন কিছুই করনীয় নেই। তিনি জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করতেই পারেন।
এসময় তিনি দুর্নীতির শুদ্ধি অভিযান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দুদুকের যে তালিকা, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে এটা কিন্তু শুধু ঢাকার জন্য নয় সারা বাংলাদেশের অনেকেরই নাম আছে। অনেকেই নজরদারীতে আছেন। যারা অপকর্মকারী, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ভুমি দখলকারী, মাদক ব্যবসায়ী এদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেয়া হবে। খোঁজ খবর নেয়া হচ্ছে, তদন্ত করা হচ্ছে। একজন লোককে তদন্ত ছাড়া তো আর গ্রেফতার করা যায় না।
তিনি আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগের সম্মেলনে উপস্থিত থেকে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রায় রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সর্বশেষ ২০১৩ সালের ৬ ফেব্রæয়ারী কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এবং সাধারন সম্পাদক পদে মোঃ জাফর আলী নির্বাচিত হয়েছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।