![Journalist Azad Hossain Sarkar সাংবাদিক আজাদ হোসেন সরকার](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji3OsbIl4LQtVUe10UeKcS3gxIB8HjBU7B1gRDcOQmT4P3SSOprVcG36yHSkVWCWryX0N2fry1hSnfp7V8LfS0TGk2GpBcRn7dCKTRqwCrUDNK7opQhykcVwD4vhYVtRvOdCUZKKTBvyE/s1600-rw/%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%2595+%25E0%25A6%2586%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25A6+%25E0%25A6%25B9%25E0%25A7%258B%25E0%25A6%25B8%25E0%25A7%2587%25E0%25A6%25A8+%25E0%25A6%25B8%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0.jpg)
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা প্রেসক্লাবের সদস্য ও পৌরসভার ডেভিড কোম্পানীপাড়ার বাসিন্দা প্রবীণ সাংবাদিক আজাদ হোসেন সরকার (৬৫) অসুস্থ জনিত কারণে গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। আজ ১১ ডিসেম্বর বুধবার বাদ জোহর স্টেশন মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আজাদ হোসেন সরকার অধুনালুপ্ত দৈনিক নবঅভিযানের গাইবান্ধা প্রতিনিধি, দৈনিক মুক্তবার্তার গাইবান্ধা ব্যুরো প্রধান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও গাইবান্ধা সাহিত্য গোষ্ঠীর সভাপতিসহ একাধিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাসসহ অন্যান্য সাংবাদিকদের মধ্যে পৃথক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান, আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, শাহাবুল শাহীন তোতা, আসাদুজ্জামান মামুন, আব্দুল মান্নান চৌধুরী, উজ্জল চক্রবর্ত্তী, উত্তম সরকার, কুদ্দুস আলম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু, ফেরদৌস ইসলাম খান, খুরশিদ বিন আতা খসরু, জান্নাতুল ফেরদৌস জুয়েল, রেজাউল হক মিতা, রজতকান্তি বর্মন, সরদার মো. শাহীদ হাসান লোটন, খায়রুল ইসলাম, এবিএম ছাত্তার, মোস্তাফিজুর রহমান মোস্তফা, এম আবদুর সালাম, রাসেল আহমেদ লিটন, মমতাজুল ইসলাম লিয়াকত, আফতাব হোসেন, আফরোজা বেগম লুনা, প্রবাল চৌধুরী, ফারুক হোসেন, মো. ফজলে রাব্বী মন্ডল, রিকতু প্রসাদ, সুজন প্রসাদ, শেখ হুমায়ুন হক্কানী, আবু কায়সার শিপলু, মো. শামসুজ্জোহা, মো. আবু সাঈদ সুমন, আনোয়ারা বেগম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।