বকশীগঞ্জ প্রতিনিধি : সংসদীয় আসন জামালপুর-১ এর ফেসবুক গ্রæপের উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জে বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে দিনব্যাপি ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
মিলন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলামের সঞ্চালনায় এবং উদযাপন কমিটির সভাপতি ফখরুল আলম আকন্দের সভাপতিত্বে মিলন মেলার আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন রাজশাহী সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ লিটন,
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ, সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরন্নবী অপু, সাবেক ইউপি সদস্য জহুরা বেগম ও নাছিমা বেগম।
মিলন মেলায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় দুই হাজার ৫০০ মানুষ অংশগ্রহণ করেন। এতে করে দুই উপজেলার মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি হবে বলে অনেকেই মনে করেন। মেলায় অনেকেই পুরানো বন্ধু ও আত্মীয়দের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এই গ্রæপের ২৭ জন এডমিন শপথ বাক্য পাঠের মাধ্যমে আগামিতে নতুন আঙ্গিকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে এই গ্রæপে শেয়ার করে সরকারের দৃষ্টি আকষর্ণের চেষ্টা করেন এবং তার সমাধানের জন্য সংশ্লিষ্টদের নজরে আনার কাজ করছেন।
প্রধান অতিথি আবুল কালাম আজাদ এমপি এই গ্রæপের ইতিবাচক কাজকে সমর্থন জানানোর কথা ব্যক্ত করেন।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলার সমাপ্ত হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।