বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে রাশেদা খাতুন বিদ্যানিকেতন নামে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মধ্যবাজারে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি এসএম আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুল গফুর, প্রকৌশলী রাসেল সরকার, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, শামসুল আলম, রমেশ চন্দ্র রায় প্রমুখ।
২০২০ শিক্ষাবষে এই প্রতিষ্ঠানে ৩০০ শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।