!["Guideline" discussion meeting with CPA, CF. সিভিএ,সিএফদের নিয়ে গাইডলাইন বিষয়ক আলোচনা সভা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDUd0soc5XxCsrRwsPDBKdns3Xz8Iu-7XUm3qibZSQc75fk7J1O4ikUueQCIRxUhtn2JKYo_hFMLeoRLrOFokT6U0f4TJ_VElgE0KnL-wZm39xOJGdTSPK7pjSjsffQ-_9O65X9K-CpuE/s1600-rw/%25E0%25A6%25B8%25E0%25A6%25BF%25E0%25A6%25AD%25E0%25A6%25BF%25E0%25A6%258F%252C%25E0%25A6%25B8%25E0%25A6%25BF%25E0%25A6%258F%25E0%25A6%25AB%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25A8%25E0%25A6%25BF%25E0%25A7%259F%25E0%25A7%2587+%25E0%25A6%2597%25E0%25A6%25BE%25E0%25A6%2587%25E0%25A6%25A1%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%2587%25E0%25A6%25A8+%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25B7%25E0%25A7%259F%25E0%25A6%2595+%25E0%25A6%2586%25E0%25A6%25B2%25E0%25A7%258B%25E0%25A6%259A%25E0%25A6%25A8%25E0%25A6%25BE+%25E0%25A6%25B8%25E0%25A6%25AD%25E0%25A6%25BE.jpg)
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সিভিএ, সিএফদের নিয়ে গাইডলাইন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বুধবার ১১ই ডিসেম্বর সানন্দবাড়ী ডিগ্রী কলেজে এ সভার আয়োজন করা হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে,BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, জামালপুরের,দেওয়ানগন্জ্ঞ উপজেলায়।
উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহানা পারভীন, প্রোগ্রাম অফিসার আল মজনু।
আরও উপস্থিত ছিলেন সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ), সিএফ মোঃ শরিফুল ইসলাম(রঞ্জু), সিএফ মোঃ দুলাল হোসেন, সিএফ সুফিয়া খাতুন, সিএফ জিন্নাত রেহেনা, সিএফ রোজি খাতুন, সিভিএ আজিজুর রহমান, সিভিএ আফসানা মিমি মিম, সিভিএ আল-আমীন।
উক্ত আলোচনা সভা সিও শাহানা পারভীন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।উক্ত সভায় গত মিটিংয়ের সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা ও মাসিক রিপোর্ট সংক্রান্ত বিষয় আলোচনা করেন পিও আল মজনু।
বিভিন্ন গাইড লাইন বিষয়ে আলোচনা করেন সিও শাহানা পারভীন।
তিনি সিভিএ দের উদ্দেশ্য বলেন, উঠান বৈঠক করতে হবে, অতি দরিদ্র, দরিদ্র, চিহ্নিত করে চুড়ান্ত তালিকা দিতে হবে, ওয়ার্কিং গ্রুপের দক্ষতা বাড়াতে হবে, কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বাগান করতে হবে, বিদ্যালয়ে পুষ্টি বাগান করতে হবে, ধর্মীয় নেতার তালিকা সংগ্রহ করতে হবে।
তিনি সিএফদের উদ্দেশ্য বলেন কমিউনিটি ক্লিনিক ও নির্ধারিত স্কুল সমূহে পুষ্টিকর বাগান স্থাপন করতে হবে, যেসব স্কুলে পুষ্টি বাগান স্থাপন করতে হবে সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়, তারাটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়, হাতী ভাঙা এবি উচ্চবিদ্যালয়, বাহাদুরাবাদ উচ্চবিদ্যালয়।
আরও নতুন যে স্কুল নির্ধারণ করা হলো ঃ কাউনিয়ারচর বালিকা উচ্চবিদ্যালয়, সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়,জোয়ানেরচর এবতেদায়ী মাদ্রাসা।উক্ত প্রতিষ্ঠান গুলোতে পুষ্টিকর বাগান স্থাপন করতে হবে।
মাসিক পরিকল্পনায় সেশনের তারিখ নির্ধারণ করতে হবে।তিনি আরও আলোচনা করেন শিশু বান্ধব সমাজ গঠনে, ও সবাইকে শিশু বান্ধব হতে, কিশোরী ক্লাব গঠণ প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আরও অন্যান্য আলোচনা করেন।
উৎপাদনকারী দলের কার্যক্রম নিয়ে। স্ব- স্ব- কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন সিএফ, সিভিএ গন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।