গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ বি.এল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরণের তোড়ন ও আলোক সজ্জার মধ্য দিয়ে আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তেলায়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, র্যাপেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শতবর্ষ পূর্তি উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিদ্যালয় সংলগ্ন পাঁচ জুম্মা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশেষ অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার। পরে বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি মো. খবির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, মুক্তিকযোদ্ধা হারুন অর রশিদ, প্রাক্তন ছাত্র ও রংপুরের এসএসপি আরমান হোসেন, রায়হান মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুর রাজ্জাক, প্রাক্তন শিক্ষক আব্দুর রশিদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাসুদুন্নবী লিপন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উলেখ, ১৯১৯ সালের ১ জানুয়ারী কুপতলা ইউনিয়নের বালুয়া এলাকায় ৭৭ শতক জমিতে জুনিয়র মাদ্রাসা হিসেবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সালে বর্তমানে জায়গায় বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হবিবর রহমান। তখন ছাত্র ছাত্রছাত্রী ছিল ১৫০ জন, শিক্ষক ছিল ৫ জন। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী ১৮ জন। ছাত্রছাত্রী ৭৮৩ জন। এরমধ্যে ছাত্রী ৩৭০ জন। ১৯১৮ সালের ১ জানুয়ারী বিদ্যালয়ে শতবর্ষ পূর্ণ হয়। কিন্তু নানা কারণে শতবর্ষ পালন করা হয়না বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রাজ্জাক জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।