![Engineer arrested with public works engineer at Ruppur pillowcase রূপপুরের বালিশকাণ্ডে গণপূর্তের প্রকৌশলীসহ গ্রেফতার ১৩](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMMGV6wLf2RiyzI1lE6LlLGGkCA18E3PbLTdUQVaDzwDuAgWbIjHw8iXvfr8Pz1AC5thpyCrWRGDn86C7UcgohNAiZpAsfnmKTK-7pzolCENaEzpvb3yJCmwtaWgG5fG7fMJ1bC76xLQY/s1600-rw/%25E0%25A6%25B0%25E0%25A7%2582%25E0%25A6%25AA%25E0%25A6%25AA%25E0%25A7%2581%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25A3%25E0%25A7%258D%25E0%25A6%25A1%25E0%25A7%2587+%25E0%25A6%2597%25E0%25A6%25A3%25E0%25A6%25AA%25E0%25A7%2582%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A7%258C%25E0%25A6%25B6%25E0%25A6%25B2%25E0%25A7%2580%25E0%25A6%25B8%25E0%25A6%25B9+%25E0%25A6%2597%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%25AB%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A7%25A7%25E0%25A7%25A9.jpg)
সেবা ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে বালিশ ও আসবাবপত্র কেনাকাটায় ১৬৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগে পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসব অভিযোগে চারটি মামলায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপ-পরিচালক মো. নাসিরউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।
গ্রেফতার অন্যরা হলেন- পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল কবির, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোস্তফা কামাল, এস্টিমেটর ও উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, সহকারী প্রকৌশলী মো. তারেক, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু সাঈদ, উপ-সহকারী প্রকৌশলী মো. রওশন আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তাহাজ্জুদ হোসেন, মজিদ সন্স কন্সট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী আসিফ হোসেন ও সাজিন কন্সট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. শাহাদাত হোসেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।