![Dhunate Digital Bangladesh Day rally ধুনটে জিজিটাল বাংলাদেশ দিবসের র্যালী](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjShWcM54K9jfXpcXDcqRDKKRzwxFcbLVgprQwE5dPvqtCZuOiEqfYhs8PKZqhApGeVMYDqR0xOePYWC9nDl5EaEw-yHtv071xdvvqIW4DUgzPkIW_mLGakmgNTIHCOnVSI5M0GUI2-HGo/s1600-rw/%25E0%25A6%25A7%25E0%25A7%2581%25E0%25A6%25A8%25E0%25A6%259F%25E0%25A7%2587+%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B2+%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B6+%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25AC%25E0%25A6%25B8%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25B0%25E2%2580%258C%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%2580.jpg)
রফিকুল আলম,ধুনট (বগুড়া): সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে-এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরের দিকে ডিজিটাল বাংলাদেশ দিবসের র্যালীটি ধুনট উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, ধুনট থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপী রানী পোদ্দার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম সানাউল মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লা আল কাফি, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) শামীম আহম্মেদ, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, সাইফুল ইসলাম, আজাহার আলী পাইকার, এমএ তারেক হেলাল, লাল মিয়া, হারুন-অর-রশিদ সেলিম ও প্রভাষক সিরাজুল ইসলাম লিটন প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।