![Determination of free blood group with the initiative of Dhunate Happy Sangha ধুনটে শুভ সংঘের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGWGVkSdh1kFLGR2E0t1B9KIgosF073Yvfv6IZU_3iMd7W6Gbds4b8OqYKyT17iMrkBs8U4VK6KI019LLZG3XDqYrfbVx-Q9RQHOwknt-z_7hKu_wQ8OpWdND5ny5iXvCZz1Wc1Afua54/s1600-rw/%25E0%25A6%25A7%25E0%25A7%2581%25E0%25A6%25A8%25E0%25A6%259F%25E0%25A7%2587+%25E0%25A6%25B6%25E0%25A7%2581%25E0%25A6%25AD+%25E0%25A6%25B8%25E0%25A6%2582%25E0%25A6%2598%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%2589%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A7%258B%25E0%25A6%2597%25E0%25A7%2587+%25E0%25A6%25AB%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF+%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%2597%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2581%25E0%25A6%25AA+%25E0%25A6%25A8%25E0%25A6%25BF%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A3%25E0%25A7%259F.jpg)
রফিকুল আলম,ধুনট (বগুড়া): শুভ কাজে সবার পাশে এ শ্লোগানকে সামনে রেখে কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘ বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে। এ কর্মসূচীর আওতায় উপজেলার জিএমসি ডিগ্রী কলেজে ও পিরহাটী উচ্চ বিদ্যালয়ের ৩৫০জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা দিকে উপজেলার জিএসসি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
শুভ সংঘ ধুনট উপজেলা শাখার সভাপতি রেজাউল হক মিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিএমসি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. আবুল কাশেম মীর, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহমেদ জেমস মল্লিক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, কালের কণ্ঠের ধুনট উপজেলা প্রতিনিধি ও শুভ সংঘ ধুনট উপজেলা শাখার উপদেষ্টা রফিকুল আলম, জিএমসি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, পিরহাটী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কয়েস আজাদ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শুভ সংঘ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমরান, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, বাবুল ইসলাম, শুভ সংঘ ধুনট উপজেলা শাখার সদস্য শিথিলা খাতুন, জলি খাতুন, টেকনোলজিস্ট জাহিদ হাসান ও রিপন কুমার প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।