মো. শাহ্ জামাল, জামালপুর: জামালপুরের ইসলামপুরে গরিব অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক এনামুল হক।
গতকাল স্থানীয় প্রশাসনের আয়োজনে গাইবান্ধা ও চিনাডুলী ইউনিয়নে ৫শত গরিব অসহায়দেরমাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) সুরাইয়া আক্তার লাকী, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হক, উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক খোরশেদ আলম,আসাদুল হক দুলাল প্রমূখ ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।