সারাদেশের বেতার শ্রোতাদের নিয়ে সাভারে হয়ে গেলো চড়ুইভাতি- ২০১৯

S M Ashraful Azom
2
সারাদেশের বেতার শ্রোতাদের নিয়ে সাভারে হয়ে গেলো চড়ুইভাতি- ২০১৯
অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি- জহুরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: বেতার শ্রোতা বন্ধন। 'যেন এক অদৃশ্য মায়ার বাঁধনে বাঁধা প্রতিটি প্রাণ' এই প্রতিপাদ্য দিয়েই বুধবার ২৫ শে ডিসেম্বর শীতের কুয়াশা ভেঁজা সকাল থেকে সারাদেশের বেতার শ্রোতাবৃন্দ চড়ুইভাতিতে আসতে থাকেন। 

রাজধানীর অদূরে সাভার ভাকুর্তার  টিজিএস স্কুল মাঠে শাহাদাত মেম্বার ও সিরাজ উদ্দিন মাষ্টারের উদ্যোগ ২য় বারের মত চড়ুইভাতির আয়োজন হয়।

চড়ুইভাতিতে এবারের আকর্ষণীয় দিক গুলো ছিল ৩৫ রকমের ভর্তা ও পাঁচ প্রকারের সবজি।
চড়ুইভাতি অনুষ্ঠানে ৩৫ রকমের ভর্তা ও পাঁচ প্রকারের সবজি ছিল
চড়ুইভাতি অনুষ্ঠানে ৩৫ রকমের ভর্তা ও পাঁচ প্রকারের সবজি ছিল, ছবি- জহুরুল ইসলাম

বাংলাদেশ বেতারের উপ মহাপরিচালক জনাব সালাহউদ্দিন আহমদ  ও আঞ্চলিক পরিচালক জনাব সায়্যিদ মোস্তফা কামাল সহ ২৫ বেতার কর্মকর্তা ও উপস্থাপক / উপস্থাপিকার উপস্থিতি চড়ুইভাতিকে আরো প্রাণবন্ত করেছে।

আকর্ষণীয় লটারীর মাধ্যমে ৪০ জন শ্রোতাকে পুরষ্কৃত করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশি কাউছার, আবু বক্কর সিদ্দিক ও সুমি দে এর গান শ্রোতাদের মুগ্ধ করে।
চড়ুইভাতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাড়াদেশের অনেক শ্রোতাই
চড়ুইভাতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাড়াদেশের অনেক শ্রোতাই। ছবি- জহুরুল ইসলাম

সারাদেশের শ্রোতাদের মধ্যে যাদের কথা না বললেই ফরিদুপুরের ফকির টুটুল, গাইবান্ধার জাফরুল ইসলাম, নড়াইলের কাজল আঁখি, নোয়াখালীর জাফর ইকবাল সুমন, কুমিল্লার আলমগীর হোসেন শিশির, জামালপুরের জহুরুল ইসলাম, ওমর ফারুক পুলক, হাফিজুর রহমান সায়মন, নারায়ণগঞ্জের রোমান মোল্লা, ভোলার মিঠুন দাস, যশোরের জাকির হোসেন জীবন, কুড়িগ্রামের মিলন খান পণ্ডিত, চুয়াডাঙ্গা থেকে আশরাফুল ইসলাম, ঝিনাইদহ থেকে প্রবীণ শ্রোতা  ছবেদ আলী ভূঁইয়া, রাজবাড়ী থেকে গোপী দা সহ সারাদেশ থেকে দু'শোর অধিক শ্রোতা অংশ নেয়।

চড়ুভাতির উদ্যোক্তা বেতার তারকা শ্রোতা শাহাদাত মেম্বার ও সিরাজ উদ্দিন মাষ্টার বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া সুন্দর ভাবে অনুষ্ঠানটি সমপন্ন করতে পেরে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

  1. অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও, নিউজ পড়েই অনুষ্ঠান উপভোগের আস্বাদ পেলাম।
    ধন্যবাদ আয়োজক মন্ডলীদের।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top