![A mass literacy campaign has been launched in Bakshiganj to relieve child marriage বকশীগঞ্জে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে গণসাক্ষরতা অভিযান শুরু](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvtIE6W4xFUhZgMuCeqGt8e2M1vWgG5Ura0qtkyPj66WvVfembl-35QI_8c6OUF48Z4ozDJJjYdQ-kfTFhdvr5KHUNlJZ8BQurr3mVJE5wCdBwWva3s6mVXX1Tv6UWoSlIRrBNVMAPLoA/s1600-rw/%25E0%25A6%25AC%25E0%25A6%2595%25E0%25A6%25B6%25E0%25A7%2580%25E0%25A6%2597%25E0%25A6%259E%25E0%25A7%258D%25E0%25A6%259C%25E0%25A7%2587+%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B9%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25A4+%25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%25B2%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A7%2587+%25E0%25A6%2597%25E0%25A6%25A3%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A6%25BE+%25E0%25A6%2585%25E0%25A6%25AD%25E0%25A6%25BF%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25A8+%25E0%25A6%25B6%25E0%25A7%2581%25E0%25A6%25B0%25E0%25A7%2581.jpg)
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে এবং বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার লক্ষ্যে মানববন্ধন ও গণসাক্ষরতা অভিযান শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার সকালে এই গণসাক্ষরতা অভিযান শুরু করা হয়। গণসাক্ষরতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার।
এর আগে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ অংশ গ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।