সেবা ডেস্ক: গায়ে হলুদ ছাড়া বিবাহ কি হয়? আজকাল কোন বিবাহ হলেই গায়ে হলুদের কথা আসে। কিন্তু আমরা কি কখনও ভেবে দেখেছি ইসলামে গায়ে হলুদ বিষয়ে কি বলে?
প্রশ্ন: আমাদের এলাকায় বিবাহ শাদী হলে, গায়ে হলুদের ব্যবস্থা করা হয়। তার পদ্ধতি হলো, মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে ৮-১০ জন নারী আসে। তারা সবাই হলুদ কাপড় পরিহিত। এরপর তারা ওই ছেলের গায়ে হলুদ মাখিয়ে গোসল করিয়ে দেয়। অনুরুপভাবে ছেলের পক্ষ থেকেও তাই করা হয়।
এখন আমার জানার বিষয় হলো, গায়ে হলুদ বলতে ইসলামি শরিয়তে কোনো কিছু আছে কি না? এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? জানালে উপকৃত হব।
উত্তর: ইসলামি শরিয়তে গায়ে হলুদ বলতে কিছু নেই। এটা হিন্দুয়ানী প্রথা। পুরুষের জন্য গাইরে মাহরাম কোনো নারীকে দেখা এবং স্পর্শ করা জায়েয নেই।
উল্লেখ্য, বিবাহ আল্লাহর রাসূলের (সা.) একটি গুরুত্বপূর্ণ সুন্নত। তাই মুসলমানদের বিবাহ শাদী শরিয়ত সম্মত পদ্ধতিতে হওয়া জরুরি।
(সূরা আহযাব: ৫৯, তাফসিরে মাজহারী: ৭/৩৮৪, তিরমিজি: ১১৭৩,রদ্দুল মুহতার: ২/৯৭,ইখতিয়ার লিতালীলিল মুখতার ২/৪৭১, ইমদাদুল ফতওয়া:৪/১৯৭)।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।