সেবা ডেস্ক: বেশ কিছুদিন আগেই বলিউড তারকা ও সাবেক পর্ন তারকা সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারের জন্মদিন গেলো। প্রিয় মানুষের জন্মদিনেই মনের গোপনে জমে থাকা অনেক কথাই অকপটে বলে ফেললেন সানি।
সানি জানিয়েছেন, একটি মেইলের মাধ্যমেই তাদের প্রথম যোগাযোগ হয়। এরপর তারা একে অপরের নাম্বার আদান প্রদান করে কথা বলা শুরু করেন। একদিন টানা তিন ঘন্টা কথা বলার পর তার মনে হল সানি-ড্যানিয়েল একে অপরকে অনেকদিন ধরেই চেনে। বেশ কয়েকবছর তারা লং ডিসট্যান্স রিলেশনশিপে ছিলেন। কাজ শুরু করার পর মনে হল একসঙ্গে কাজ করতেই পারেন। সেই শুরু। একসঙ্গে কাজ করার পর ঘনিষ্ঠতা বাড়ে।
সানির মনে হয় তার জীবনের সেরা মানুষ হলেন ড্যানিয়েল। আর এখন তো তারা তিন সন্তানের অভিভাবক। সানি আরো জানিয়েছেন, প্রথমদিকে তার পর্নোগ্রাফিতে অভিনয় মেনে নেননি ড্যানিয়েল। অন্য পুরুষের সঙ্গে সানিকে তার দেখতে খারাপ লাগত।
এরপরই সানি সিদ্ধান্ত নেন পর্নোগ্রাফিতে অভিনয় করলে ড্যানিয়েলের সঙ্গেই করবেন। তবে সেসব এখন অতীত। বলিউডে এখন স্বমহিমায় বিরাজ করছেন সানি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।