রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কাব্যগ্রন্থ দেশরত্ন মোড়ক উম্মোচন করা হয়েছে। ২৩ অক্টোবর (বুধবার) বিকালে শ্রীবরদী এপিপিআই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কবি কালাম বিন আব্দুর রশিদের লেখা ‘দেশরত্ন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসে্েব বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ।দেশরত্ন কাব্যগ্রন্থের বিভিন্ন দিক তুলে তিনি বক্তবের এক পর্যায়ে বলেন, এই বইয়ের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবে।
এই কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচনের মধ্যে দিয়ে স্থানীয় কবি সাহিত্যিক বই প্রকাশে উদ্বোদ্ধ হবে। এতে সভাপতিত্ব করেন বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ ও কবি সংঘ বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি ও গবেষক ড. আবদুল আলীম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল্লাহ সালেহ, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, কবি আজাদ সরকার, কবি সামছুদ্দিন, কবি রুবেল খান, কবি নুরুল ইসলাম নাজিফ, কবি আব্দুল হাকিম সাব্বির, কবি হেনা আক্তার, কবি আল হেলাল ও এপিপিআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সিপার মাহমুদ। বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল বাতেন, কবি শফিউল আলম প্রমুখ, অনুষ্ঠান সঞ্চালনায় কবি হাসান ফরহাদ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।