বকশীগঞ্জ প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ও ভোলার তাওহীদি জনতার উপর পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় নতুন বাস স্টান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু বের করা হয়। মিছিলটি মালিবাগ হয়ে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয় ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বকশীগঞ্জ উলামা পরিষদের সভাপতি মওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং উলামা পরিষদের প্রচার সম্পাদক মওলানা হামিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী মোহাম্মদ আলী, বকশীগঞ্জ উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী মনিরুল ইসলাম, সহ-সভাপতি মওলানা শাহজালাল , সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসেন , বকশীগঞ্জ বাস টারমিনাল জামে মসজিদের খতিব মওলানা সাইফুল্লাহ, মওলানা, আশরাফুল ইসলাম, মওলানা সাইফুল ইসলাম জামালপুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে মহানবী (সাঃ) কে কটূক্তি করায় হিন্দু যুবক শুভকে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভোলার তাওহীদি জনতার উপর পুলিশের নির্বিচারে গুলির প্রতিবাদ জানান এবং পুলিশের গুলিতে আহত সকল মুসলিমদের সুচিকিৎসার দাবি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন মাদরাসা, উলামা পরিষদের নেতৃবৃন্দ সহ তিন হাজার তাওহীদি জনতা অংশ গ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।