গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর ও রংপুরের পীরগঞ্জের সীমান্তবর্তী চক শোলাগাড়ী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে গতকাল বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী বাস এবং গরু বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ীসহ ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
এছাড়া দু’টি গরু ও মারা গেছে। এসময় স্থানীয় কিছু লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধারের নামে একাধিক গরু ব্যবসায়ীর টাকা-পয়সা লুটপাট করে নেয় বলে অভিযোগ করা হয়েছে। নিহত গরু ব্যবসায়ী হলেন- সিরাজগঞ্জের উল্যাপাড়া উপজেলার রানীনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোঃ হান্নান মিয়া (৪০) ও ট্রাকের হেলপার একই এলাকার মোকসেদ আলীর ছেলে ইয়াকুব আলী (২২)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাকের সাথে চক শোলাগাড়ি এলাকায় রংপুরগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আব্দুল হান্নান মিয়া এবং পরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের হেলপার ইয়াকুব আলী মারা যান।
আহত গরু ব্যবসায়ী মারুফ মিয়া, আবদুল করিম ও সদরুল আমিন অভিযোগ করেছেন, দূর্ঘটনার পর পুলিশ আসার আগে স্থানীয় কতিপয় লোক সহায়তা দানের নামে তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জিলানি বলেন, লাশ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।