সেবা ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে চুরির ১২ ঘন্টার মধ্যে চুরিকৃত ১০ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
সোমবার দুপুরে লক্ষীপুর সদরের রসুলগঞ্জ গ্রাম থেকে তাদের আটক করা হয়। এর আগে নোয়খালীর চৌমুহনীর পানা মিয়া বাড়ির ব্যাংক ম্যানেজার আবুল কাসেমের ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়।
আটকরা হলেন- লক্ষীপুরের চর রহিতা গ্রামের ইসমাইলের ছেলে রায়হান, একই গ্রামের ইব্রাহীমের ছেলে তৌহিদ।
ভুক্তভোগী আবুল কাসেম জানান, বাড়ির সাবেক কেয়ারটেকার রায়হান মাংস ও দুধ রান্নার সময় বিষ মিশিয়ে তাদের হত্যা করে চুরির কৌশল অবলম্বন করে। কিন্ত ভাগ্যক্রমে তারা বেঁচে যান। কেয়ারটেকার তার কাছে থাকা পুরনো চাবি দিয়ে সিঁড়ি রুমের দরজা খুলে সহযোগীদের নিয়ে চুরি করে।
নোয়াখালীর এসপি আলমগীর হোসেন বলেন, গণমাধ্যম কর্মীদের মাধ্যম ঘটনাটি জানি। পরে দিকনির্দেশনা অনুযায়ী চুরি হওয়ার মালামালসহ দুই চোরকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।