পোরশায় এমপিওভুক্ত হলো দুটি মাদ্রাসা ও একটি কলেজ

S M Ashraful Azom
0
পোরশায় এমপিওভুক্ত হলো দুটি মাদ্রাসা ও একটি কলেজ
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় দুটি মাদ্রাসা ও একটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কে এমপিওভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান গুলো হলো, উপজেলার নিতপুর ইউনিয়নের মোহাম্মদীয়া শ্রীকৃষ্ণপুর দাখিল মাদ্রাসা, মর্শিদপুর  ইউনিয়নের গোরখাই  ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও একই ইউনিয়নের কড়িদহ কারিগরি কলেজের ভোকেশনাল শাখাকে  এমপিওভুক্ত করা হয়েছে।

উল্লেখ, সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।

এবার ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা এলো। এর মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ১ হাজার ৬৫১টি, মাদরাসা ৫৫৭টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৫২২টি।

এর মধ্যে এ উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান  নিতপুর ইউনিয়নের মোহাম্মদীয়া শ্রীকৃষ্ণপুর দাখিল মাদ্রাসা, মর্শিদপুর  ইউনিয়নের গোরখাই  ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও একই ইউনিয়নের কড়িদহ কারিগরি কলেজের ভোকেশনাল শাখাকে এমপিওভুক্ত করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলি মৃধা।

নতুন এমপিওভুক্তির মধ্যে নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৪৩৯টি, ৬ষ্ঠ-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় ১০৮টি, ৯ম-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় ৮৮৭টি, স্কুল এ্যান্ড কলেজ ৬৮ টি, উচ্চ মাধ্যমিক কলেজ ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫৬টি।

আর নতুন এমপিওভুক্ত মাদরাসার মধ্যে দাখিল মাদরাসা সংখ্যা ৩৫৮টি, আলিম মাদরাসার সংখ্যা ১২৮টি, ফাযিল মাদরাসা ৪২টি ও কামিল মাদরাসা ২৯টি।

নতুন এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি ও বিএম সংযুক্ত ১০৮টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top