গাইবান্ধার নীলিমা আকতার বানীকে মেয়রের অভিনন্দন

S M Ashraful Azom
0
গাইবান্ধার নীলিমা আকতার বানীকে মেয়রের অভিনন্দন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: এ জেলার কৃতি সন্তান গাইবান্ধার গর্ব নীলিমা আকতার বানী যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে গাইবান্ধা পৌরবাসির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। এজন্য গাইবান্ধাবাসির পক্ষ থেকে তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।

মেয়র মিলন এক বিবৃতিতে বলেন, গাইবান্ধাবাসির সর্বজন প্রিয় নীলিমা আকতার বানী যুগ্ম সচিব হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয়ে (উপ-আঞ্চলিক সহযোগিতা সেলের) মহা-পরিচালক হিসেবে অত্যান্ত দক্ষ ও সাফল্য হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়ে তিনি গাইবান্ধাবাসির মুখ উজ্জল করেছেন। আমরা তাঁর সার্বিক সাফল্য ও উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। মেয়র আরও বলেন, তিনি একজন আদর্শবান ভালো মানুষ বাবার অনুপ্রেরণায়, জীবনের পথ চালায় এগিয়ে যাওয়া নিরহংকার সর্বজন প্রিয় একজন মানুষ। স্কুল জীবন থেকেই সাহিত্যচর্চায় নিবেদিত ছিলেন তিনি।

বিশেষ করে কবিতা লেখায় অত্যন্ত পারদর্শীতা তাকে সাহিত্যাঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। আমরা গাইবান্ধাবাসী তার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করি।

প্রসঙ্গত উলে­খ্য যে, নীলিমা আকতার বানী গাইবান্ধা শহরের গোডাউন রোড পশ্চিমপাড়ার মরহুম রফিকুল ইসলাম খোকা এবং হাসিনা মুরশীদের জ্যেষ্ঠ মেয়ে। তিনি শহরের পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারী কলেজের ছাত্রী ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক স¤পর্কে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি শেষ করেন। পরবর্তীতে তিনি জাপানিজ ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামের আওতায় বৃত্তি নিয়ে টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস. ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ আঞ্চলিক সহযোগিতা সেলের পরিচালক এবং জানুয়ারি ২০১৯ থেকে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির আদেশ জারি করা হয়।

চাকুরি জীবনে তিনি গাজীপুর ও জামালপুরে সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট এবং এনডিসি, ময়মনসিংহের মুক্তাগাছায় সহকারি কমিশিনার (ভ‚মি) হিসেবে দায়িত্ব পালনের পর সিনিয়র সহকারি সচিব, উপসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে যোগদান করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top