রৌমারীতে যত্ন প্রকল্পের তালিকা অনিশ্চিত

S M Ashraful Azom
0
রৌমারীতে যত্ন প্রকল্পের তালিকা অনিশ্চিত
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: রৌমারী সদর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সমন্বয়হনিতায় যত্ন প্রকল্পের (আইএসপিপি)’র চুরান্ত তালিকা করতে আবারও সময় পিছিয়ে গেল। এনিয়ে চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে একাধীকবার বৈঠকে বসলেও কোন সমাধান টানতে পারেনি।

উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, রৌমারী সদর ইউপি সদস্য ও যত্ন প্রকল্পের (আইএসপিপি)’র সুপার ভাইজারসহ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২৭ অক্টোবর (রবিবার) বিকাল ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে উপজেলা হল রুমে  এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় যত্ন প্রকল্পের সমন্বয় সভায় গ্রামের হত-দরিদ্র গর্ভবতী মহিলা ও শিশুদের পুষ্টি, মনোদৈহিক বিকাশ ও চুড়ান্ত তালিক প্রণয়নসহ যাচাই-বাছাই বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।

রৌমারীর উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান চুরান্ত তালিকা ও যাচাই-বাছায়ের কাজ দেরি হওয়ার বিষয়টি জানতে চাইলে রবিউল ইসলাম রানা, শাহআলম, শাহিদা বেগম, রবিউল করিম, কলিম চাঁন, শাহিদা খাতুন, হেলাল উদ্দিন যত্ন প্রকল্পের তালিকা প্রণয়নে অনিয়ম, ওয়ার্ড ভিত্তিক নাম বন্টন না করা, যাচাই-বাছায়ের সময় আমাদেরকে না রাখাসহ একাধীক অভিযোগ তুলে ধরেন।

উল্লেখ্য যে, ইউনিয়ন ভিত্তিক রৌমারী সদর ইউনিয়নে জনসংখ্যার হারে যত্ন প্রকল্পে ১হাজার ৯’শ ২০টি নামের বরাদ্দ পায়। যা গত ১৪ অক্টোবর যাচাই-বাছাইঅন্তে গ্রামের হত-দরিদ্র গর্ভবতি মহিলা ও শিশুদের স্বচ্ছতার মধ্য দিয়ে নামের তালিকা প্রণয়ন করে জমা দেওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু নানা দূর্নীতি, অনিয়মের কারনে ও চেয়ারম্যান-মেম্বারদের মধ্যে সমন্বয়হীনতায় এখন পর্যন্ত সঠিক তালিকা প্রণয়ন করতে পারেনি। ফলে উপজেলার ৬টি ইউনিয়নের যত্ন প্রকল্পটি অনিশ্চিত হয়ে পড়েছে।

এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, যেহেতু অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হয়েছে, সেক্ষেত্রে সময় বাড়িয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। উপজেলা কমিটি রয়েছে, তাদের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্যে যাচাই-বাছাই করে চুরান্ত তালিকা প্রণয়ন করা হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top