হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘জীবনের আগে জিবীকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন-বিআরটিএ- সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক দিবসের র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন চত্বর হতে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়
পরে জেলা পরিষদ মিলনায়তনে বিআরটিএর উপ পরিচালক ইঞ্জি.মো.ফারুক আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শীলাব্রত কর্মকার এসময় অঅরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো মনসুরুল আজিজ, ট্রাফিক পরিদর্শক আবু রায়হান সিদ্দিক, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন প্রমূখ
আলোচনা সভার আগে নিরাপদ সড়কের ওপরে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শণ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।