সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। উন্নয়নকে তরান্বিত করতে শেখ হাসিনার সরকারকে বার বার ক্ষমতায় আনতে হবে।
শনিবার বিকেলে ফেনী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপন ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। যারা অন্যায় করেন তাদের বিরুদ্ধে তিনি কত কঠোর তা এরইমধ্যে বুঝিয়ে দিয়েছেন। শুধু আওয়ামী লীগ নয়, এর বাইরেও যত দুর্নীতিবাজ রয়েছে কেউই পার পাবে না।
তিনি আরো বলেন, শুদ্ধি অভিযান কোনো দলের বিরুদ্ধে নয়, অপরাধের বিরুদ্ধে। এজন্য দলের ভেতর ও বাইরে যারাই অপকর্মের সঙ্গে জড়িত-তারা নজরদারিতে রয়েছেন। তথ্য প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সেতুমন্ত্রী ফেনীর গুদাম কোয়ার্টার এলাকায় রেলওয়ে ওভারপাস, ফেনী বিলোনিয়া সড়ক প্রশস্তকরণ, লালপুল এলাকায় ফ্লাইওভার অথবা আন্ডার পাস, মুহূরী সেতু ও ফাজিলের ঘাট সেতু নির্মাণ করা হবে বলেও জানান।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক বলেন, খারাপ লোকদের দলে টানবেন না। মনে রাখবেন আমরা ক্লিন ইমেজের লোক চাই।
এ সময় কাদের প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে জনগণের সহযোগিতা কামনা করেন এবং দলমত নির্বিশেষে আওয়ামী লীগের সঙ্গে থাকার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম। সম্মেলনে দলের ফেনী জেলা ছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার বিপুল নেতা-কর্মীরা উপস্থিতি হয়ে ফেনী পাইলট হাইস্কুল মাঠ মুখরিত করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।