সেবা ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, স্মার্ট সিটি নির্মানে রাজধানীর বিভিন্ন সড়কে সেন্সর বসানোর কাজ চলছে। এতে অ্যাপসের মাধ্যমে করা হবে স্মার্ট পার্কিংয়ের ব্যবস্থা। ফলে বাড়বে সিটি কর্পোরেশনের আয়।
সোমবার রাজধানীর উত্তরার ৪ ও ৬ নম্বর সেক্টরের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। উন্নয়ন কাজের উদ্বোধন করেন অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।
আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির অবহেলিত এলাকাগুলোর মধ্যে বনানী, মিরপুর, বনশ্রী, আগারগাঁও, শেরে বাংলা নগর, উত্তরার বিভিন্ন অংশে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এসব এলাকায় সড়কের কাজ করার আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি।
তিনি বলেন, বড় সড়কগুলোতে সাইকেলের জন্য লেন তৈরি করা হবে। সড়কের পাশে বৃক্ষরোপণের পর দুই বছর ঠিকাদারী প্রতিষ্ঠানকে নজর রাখতে বলা হয়েছে যেন গাছগুলোর ক্ষতি না হয়। প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারলে ঠিকাদারী প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হবে।
জানা গেছে, প্রকল্পের আওতায় রয়েছে- ৪ নম্বর সেক্টরের ৩ ও ৯ থেকে সার্ভিস রোড, ২০, ২০/এ, ২০/বি, ২০/ডি, ১৮ ও ৭ নম্বর রোড। ৬ নম্বর সেক্টরের ১৩, ১৩/এ (বিএনসিসি সংলগ্ন) ১৫ ও ১৬ নম্বর রোডের উন্নয়ন করা হবে।
এ প্রকল্পের আওতায় সড়ক ২ দশমিক ৮৭৪ কিলোমিটার। ফুটপাত ৪ দশমিক ৯৪৮ কিলোমিটার। নর্দমা ৪ দশমিক ৯৪৮ কিলোমিটার (আরসিসি নর্দমা) ৪০০মিটার (১০৫০ মিলিমিটার ডায়া পাইপ নর্দমা)।
প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ১ টাকা। কাজ শুরু হয়েছে চলতি বছরের ২ সেপ্টেম্বর থেকে। মাইশা কনস্ট্রাকশন (প্রাঃ) লিমিটেড প্রকল্পটি ২০২০ সালের মে মাসের ২৩ তারিখের মধ্যে শেষ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান। এছাড়া আরো বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর শাহানাজ পারভিন মিতু।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।