সেবা ডেস্ক: আমেরিকান পপ তারকা সেলেনা গোমেজ বর্তমানে সিঙ্গেলই রয়েছেন। জনপ্রিয় সেলিব্রিলিটি জাস্টিন বিবারের সঙ্গে ব্রেকআপের পরে টানা দুই বছর একাকিত্বে ভুগছেন তিনি। তবে তিনি এবার ‘প্রকৃত’ প্রেমের সন্ধানে রয়েছেন।
সম্প্রতি রেডিও অনুষ্ঠান ‘জাক স্যাং শো’তে গিয়ে অসহায়ভাবে নিজের ব্যক্তিগত কথা বলেছেন এই তরুণী।
রেডিও অনুষ্ঠানটিতে সেলেনা বলেন, প্রথমবার প্রেমের এই ব্যাপারটি একটু বিষাক্ত করেছিলো। পরে দেখলাম, আমি ওই বিষেই নির্ভরশীল হয়ে পড়েছি। খুব জানতে ইচ্ছে করে, এরপর কেমন হবে আমার প্রেমটা?’
এবার সত্যিকার প্রেমের দেখা পেতে চান সেলেনা। তিনি বলেন, সেই প্রেম যেন অনির্ভর, অগোছালো বা যোগাযোগস্বল্পতায় রুগ্ণ না হয়। বয়স হলে সবারই নিজের জন্য সত্যিকারের মানুষটিকে খুঁজে নিতে হয়। তারপর যেন তা তাকে আঁকড়ে ধরে রাখে।
প্রসঙ্গত, পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে ২০১১ সালে সম্পর্ক গড়ে ওঠে সেলেনার। সেটা ভেঙেও যায়। এরপর ২০১৪ সালে আবারো দুজন এক হন। কিন্তু ২০১৭ সালে দুজন আলাদাও হয়ে যান। এরপর আর তাদের এক হতে দেখা যায় নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।