সরিষাবাড়ীতে বিসিক শিল্প নগরী তৈরির ঘোষণা ডা. মুরাদ হাসানের

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে বিসিক শিল্প নগরী তৈরির ঘোষণা ডা. মুরাদ হাসানের
সেবা ডেস্ক: নারীদের উন্নয়নের জন্য সরিষাবাড়ীতে বিসিক শিল্প নগরী তৈরি করার ঘোষণা দিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আয়োজিত মহিলা সমাবেশে বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। সরকার জমি আছে ঘর নেই এমন দরিদ্র মানুষদের ঘর নির্মাণ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন মা পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে। নারীরা এখন আর দেশের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। নারীদের উন্নয়নের জন্য সরিষাবাড়ীতে বিসিক শিল্প নগরী তৈরি করা হবে। তাই আপনাদের এখন পিছিয়ে থাকলে চলবে না।

২৫ অক্টোবর রাতে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে।

প্রতিমন্ত্রী আরো বলেন, একজন মা গর্ভ ধারনের পর থেকে সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা পাচ্ছেন। পরবর্তিতে বাচ্চা ও মায়ের জন্য এককালিন টাকা দিচ্ছে সরকার। শেখ হাসিনার সরকার সর্ব ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিচ্ছে। ইতিপূর্বে কোনো সরকার নারীদের এতো সম্মান দেন নি।

তিনি মায়েদের উদ্দেশে বলেন, আপনার মেয়েকে ১৮ বছরের নিচে বিয়ে দিবেন না। বাল্যবিবাহ আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। সন্তানদের দিকে সব সময় সজাগ রাখতে হবে। কোনো মাদকাসক্তদের সাথে ঘুরছে কিনা সে দিকে মায়েদের বেশি খবর রাখতে হবে। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মো. তৈয়ব আলী, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাকির হোসেন, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুনবী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, যুগ্মসম্পাদক এম এ গনি, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন প্রমুখ।
 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top