গাইবান্ধা জেলা প্রতিনিধি: ইলিশ সম্পদ সংরক্ষণে গাইবান্ধা সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ ২৮ অক্টোবর সোমবার ব্রহ্মপুত্রের কামারজানি ও মোল্লারচর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ইলিশ মাছ শিকারের দায়ে ৭ জনকে কারেন্ট জাল ও ইলিশ মাছসহ হাতেনাতে আটক করা হয়। আটক ৭ জনের মধ্যে মোল¬ারচরের আশরাফ আলী, কামারজানীর আনোয়ার হোসেন, এরশাদুল মিয়া, কঞ্চিপাড়ার আল আমিন, এরেন্ডাবাড়ীর সোহেল রানাকে ৩দিন করে কারাদন্ড ও কামারজানীর এমদাদুল হককে ৩ হাজার এবং আসাদুল হককে একহাজার টাকা করে জরিমানা করা হয়।
পরে জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক ৫কেজি ইলিশ মাছ সরকারি শিশু পরিবার (বালক) ও রামচন্দ্রপুর ইউনিয়নের এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুদ দাইয়ান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা, নৌ-পুলিশের সদস্য ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।