সেবা ডেস্ক: কোন সংকেত ছাড়াই হুট করে নিজেদের ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের প্রথম দাবি ছিল কোয়াব (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বিলুপ্ত ঘোষণা করা। আর তাই সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল পদত্যাগ করার ইঙ্গিত দেন।
আজ মঙ্গলবার জরুরি বিসিবির বোর্ড মিটিং ডেকেছে বিসিবি বস নাজমুল ইসলাম পাপন। মিটিংয়ের আগেই এমন একটা গুঞ্জন পাওয়া গেল। মিটিং শেষে কোয়াব বিলুপ্ত ঘোষণা করা হবে।
সোমবার রাতে কোয়াবের (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক দেবব্রত পাল গণমাধ্যমে এই ইঙ্গিত দেন।
খেলোয়াড়দের পক্ষ থেকে কোয়াব নেতাদের পদত্যাগের দাবি ওঠায় তিনি বলেন, ‘আমরা কথা বলবো। অলরেডি আমরা মিটিং করেছি। আমাদের দেশে অনেকেই পদ ছাড়তে চান না। আমরা সেরকম ব্যাকগ্রাউন্ডের সংগঠক না।’
এর আগে সোমবার দুপুরে ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে সরে থাকার ঘোষণা দেন সাকিব-তামিমরা।
মিরপুর ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ধর্মঘটের ঘোষণা দেন সাকিব আল হাসান। এরপর নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও জুনায়েদ সিদ্দিকরা।
কোয়াব বিলুপ্তির ব্যাপারে প্রথম দাবি পেশ করেছেন নাঈম। তিনি বলেছেন, ‘আমাদের প্রথম দাবি, কোয়াব (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বিলুপ্ত করতে হবে। বর্তমানে এর কোনও কার্যক্রম চোখে পড়ে না। কোয়াব ক্রিকেটারদের প্রতিনিধি হলেও তাদের কখনোই আমরা পাশে পাই না। কোয়াবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে পদত্যাগ করতে হবে। কোয়াবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কে হবেন তা ক্রিকেটাররা নির্বাচন করবে।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।